Category List

All products

All category

EN

lolonaa.com

ললনা-র সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা চাই আমাদের সম্মানিত ক্লাইন্টদের সুন্দর ও পরিচ্ছন্নভাবে সেবা দিতে। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে গ্রাহকের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জন করা। সেই লক্ষ্যেই আমরা কাজ করে চলছি।


আমাদের সাইট থেকে পণ্য অর্ডার করার পুর্বে আমাদের সাইটের শর্তাদি ভালো করে বুঝে নিয়ে অর্ডার করুন।


✅ আমাদের প্রতিটি পণ্যের বিবরণে উৎপাদনকারী দেশের নাম উল্লেখ থাকবে। তাই পণ্য অর্ডার করার সময় সেটা দেখে অর্ডার করবেন। 

✅ সকল কসমেটিক্স পণ্যের জন্য পণ্যের গুনাগুন ও উপাদান দেখে অর্ডার করুন। যদি পণ্যটি আপনার সাথে ম্যাচ না করে তার জন্য ললনা কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিবেনা।

✅ যেকোনো পণ্য অর্ডার করার সময় সঠিক ভাবে সাইজ, কালার বা অন্য কোনো ভেরিয়েশান থাকলে সঠিকভাবে সিলেক্ট করুন। মনে রাখবেন আপনার ভুলের কারনে পণ্য রিটার্ন করলে কুরিয়ার চার্জ আপনাকে বহন করতে হবে।

✅ কোনো পণ্য নকল বা কপি মনে হলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমাদের সোর্সের চালনের কপি সরাবরাহ করবো। তবে সেখানে আমাদের ক্রয় মুল্য মুছে দেয়া হবে।


ওয়েব সাইট সিকিউরিটি


✅ আমাদের সাইটে আপনার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস সেভ রাখা হয় যা কুরিয়ার কোম্পানীকে ডেলিভারির জন্য সরবরাহ করা হয়। যদি কুরিয়ার কোম্পানী কোনো প্রমোশনে তা ব্যবহার করে তার জন্য ললনা কর্তৃপক্ষ কোনো দায়িত্ব নিবেনা।

✅ আমাদের সাইট থেকে অর্ডার প্লেস এর জন্য বিকাশ পেমেন্ট মেথড রয়েছে। আপনি পণ্য মুল্যের সম্পূর্ণ কিংবা শুধুমাত্র ডেলিভারি চার্জ পেমেন্ট করে অর্ডার প্লেস করতে পারবেন।

✅ মনে রাখবেন আমাদের কোনো প্রতিনিধি আপনার বিকাশ একাউন্টের কোনো তথ্য যেমন ভেরিফিকেশান কোড, পিন নম্বর চাইবেনা। ললনা পরিচয়ে যদি কেউ এইসব তথ্য চায় সরাসরি ০১৮২৮৯৯২২৯৯ নাম্বারে কল করুন।


আরো কিছু জানার থাকে তাহলে আমাদের কাস্টমার সাপোর্টে যোগাযোগ করুন 01828-992299